আ.লীগে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩


আ.লীগে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা
প্রতীকী ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পত্র ভিত্তি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। সংসদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি


আরও পড়ুন: জাপা নির্বাচনে যাবে কি না, জানালেন মহাসচিব


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বি এম সাহাবউদ্দিন আজম।


শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, এখন পযন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ৫১ টি, চট্টগ্রাম বিভাগ ৪০টি, সিলেট বিভাগ ১১ টি, ময়মনসিংহ বিভাগ ১৫ টি, বরিশাল বিভাগ ১১ টি, খুলনা বিভাগ ২২ টি, রংপুর বিভাগ ১৭ টি ও রাজশাহী বিভাগে ২২ টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে। 


নোয়াখালী-৫ আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 


আরও পড়ুন: সংসদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি


চাঁদপুর-৩ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-৫ আসনে রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান।


সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডন, নেত্রকোনা২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আসনে আহসান খান টুটুল , কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসনে বাহাদুর বেপারী। 


শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম ব্যাপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মহিউদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত,  জয়পুরহাট-১ আসনে অ্যাড. সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাহফুজ চৌধুরী, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


আরএক্স/