ফারদিন খানের সুরে সোহেল খানের গীতিকথায় দুই ডজন গান
সাইফুল বারী
প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
সম্প্রতি কণ্ঠশিল্পী ও সুরকার এইচ আর ফারদিন খানের সুরে সোহেল খানের গীতিকথায় ২৮টি নতুন গান রেকর্ড সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি ডুয়েট গান রয়েছে। গানগুলো ভিডিও আকারে প্রকাশ করবে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লএসএলকে মিউজিক।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন স্বনামধন্য কণ্ঠ শিল্পী মনির খান, শফি মন্ডল, গামছা পলাশ,সালমা, লায়লা, রাজিব, আকাশ মাহমুদ, সামজ ভাই, রুমি খান, ইবনাত সালমা, সাথী খান, বিথিয়াবিথী, মোনালিসা মন ও ফারদিন খান নিজেও। এ ছাড়া গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, এইচ আর লিটন, শামীম মাহমুদ ও এফএন ফরহাদ।
গান প্রসঙ্গে গীতিকার সোহেল খান জানান, প্রত্যেকটি গানই আমার কাছে আলাদা ধরণের সুন্দর। আশা করি সবার কাছে ভালো লাগবে৷
এইচ আর ফারদিন খান বলেন, সোহেল খান ভাই খুবই ভালো লিখেন। তার লেখাসুর করতে বসলে খুব সহজেই সুর হয়ে যায়। গানগুলো নিয়ে বেশ আশাবাদী।
আরএক্স/