আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি? জেনে নিন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩


আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি? জেনে নিন
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে শহরে বা নগরে ওয়াইফাই ব্যবহার করে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। আর তাই আপনার ওয়াইফাই বাইরের কেউ ব্যবহার করছে কি না তা জানতে চান অনেকেই। লুকিয়ে অন্য কেউ যেন ওয়াইফাই ব্যবহার করতে না পারে সেজন্য অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সেট করা জরুরী। আর এটাও জেনে নিন কারা আপনার ওয়াইফাই ব্যবহার করছে-


► এই অবস্থায় রুমের কোন অংশে নেট স্পিড কেমন থাকছে তা রিয়েল টাইমে জেনে নিন। এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ওয়াইফাই এআর’ অ্যাপটি 

এখনই ডাউনলোড করে নিন।


► অ্যাপটি ডাউনলোড করলে এটি বেশ কিছু বিষয়ে আপনার কাছে অনুমতি চাইবে। এরপরই রিয়েল টাইমে দেখা যেতে পারে কোন এরিয়া নেটওয়ার্কের স্পিড কম বেশি।

► এ ছাড়া নিজের নেটওয়ার্কে কোন কোন ডিভাইস সংযুক্ত করা আছে তা দেখে নিন। আর এ জন্য গুগল প্লে-স্টোর থেকে ‘ফিং’ অ্যাপটিও ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপটিকেও প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে। তারপর আপনার নেটওয়ার্কে কোন ডিভাইস সংযুক্ত করা হয়েছে তা দেখা যাবে।আর  চাইলে সেসব অজানা ডিভাইস সরিয়েও ফেলতে পারবেন।