মেয়ের বান্ধবীর বাড়ি সাজালেন শাহরুখপত্নী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩


মেয়ের বান্ধবীর বাড়ি সাজালেন শাহরুখপত্নী
ছবি: সংগৃহীত

বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই স্টারকিডের। 


২৫ বছর বয়সী এই অভিনেত্রী কিছুদিন আগেই মুম্বাইতে নিজের নতুন কেনা ফ্ল্যাটের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তবে এবার অনন্যার সেই বাড়ি সাজিয়ে দিলেন শাহরুখপত্নী গৌরি খান।


হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামে শুক্রবার অনন্যা নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমের কিছু ছবি পোস্ট করেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনন্যার বসার ঘরটি ধূসর ও অফ হোয়াইট রঙের থিমের। বেশ নজর কাড়ছে দেওয়ালের ডিজাইন। তার ঠিক সামনেই রাখা সোফায় বসে রয়েছেন অনন্যা ও গৌরি খান। শাহরুখপত্নীকে একটা হলুদ রঙের ব্লেজারে আর অভিনেত্রী অনন্যাকে ল্যাভেন্ডার রঙের ব্লেজারে দেখা গেছে।


অনন্যা গৌরীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশানে লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ি...আমার স্বপ্নের বাড়ি...ধন্যবাদ গৌরি খান...আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল.. তুমিই সেরা, তোমাকে ভালোবাসি।’


উল্লেখ্য যে, শাহরুখ-গৌরির কন্যা সুহানা খানের কাছের বন্ধু অনন্যা পাণ্ডে। অন্যদিকে গৌরি খান মুম্বাইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার। 


অনন্যা পাণ্ডের পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা মতামত প্রকাশ করে লিখেছেন, ‘উহু। ভীষণ গর্বিত মুহূর্ত।’ অনন্যা ও গৌরীকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দুজনেই দেখতে সুন্দর।’ আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দর দেখাচ্ছে। আপনার বাড়ি অন্যান্য অংশ দেখার জন্য অপেক্ষায় রইলাম।’


অনন্যা পাণ্ডেকে সম্প্রতি ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় দেখা গেছে। এ অভিনেত্রীর পরিবর্তী সিনেমা ‘খো গ্যায়ে হাম কাহা’।