এবার গণভবনে সাকিব আল হাসান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩১ পিএম, ২৬শে নভেম্বর ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ উপলক্ষেই গণভবনে গিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গণভবনে প্রবেশ করেন। সাকিবসহ ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীরা রবিবার সেখানে হাজির হন।
শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান
