কোন বোর্ডে পাসের হার কত?

এখনো চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও জানা গেছে কয়েকটি শিক্ষাবোর্ডের পাসের হার।
বিজ্ঞাপন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এখনো চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও জানা গেছে কয়েকটি শিক্ষাবোর্ডের পাসের হার।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা গেছে,
ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ,
বিজ্ঞাপন
বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ,
রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ,
কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ,
বিজ্ঞাপন
চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ,
যশোরে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ।
বিজ্ঞাপন
এ ছাড়া ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সকল শিক্ষাবোর্ডের মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ।
বিজ্ঞাপন
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








