নৌকার মনোনয়ন পেলেন না মুরাদ হাসান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩


নৌকার মনোনয়ন পেলেন না মুরাদ হাসান
মুরাদ হাসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আ.লীগ। 

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


এবারের নির্বাচনে জামালপুর-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম ক্রয় করেও ডা. মুরাদ হাসান মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান হেলাল।


আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন যারা


এর আগে ২০২১ সালে চিত্রনায়িকা মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েন মুরাদ হাসান। ওই ফোনালাপে অশ্লীল ভাষায় মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করতে শোনা যায় তাকে। পরে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সংসদ সদস্য মুরাদ হাসানের ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।


আরও পড়ুন: গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন শেখ হাসিনা


এদিকে,  চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনিও দলীয় মনোনয়ন পাননি।


জেবি/এসব