ভিউ ওয়ানস অপশন আনছে হোয়াটসঅ্যাপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩


ভিউ ওয়ানস অপশন আনছে হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ সংস্করণে আবারও  ভিউ ওয়ানস অপশন আনছে।  রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ উইন্ডোজে ড্রয়িং এডিটরে ক্যাপশনবারের ভেতরে সেট করা আছে বলে জানায় সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার।


বলা হয়েছে, উইন্ডোজের পাশাপাশি লিংকড ডিভাইস এবং ম্যাক ওএস-এও ফিচারটি চালু করা হবে। এই ফিচারটির মাধ্যমে ডেস্কটপ ব্যবহারকারীরা যে কাউকে ছবি এবং ভিডিও পাঠাতে পারবে যা শুধু একবারই ভিউ হবে। এর মাধ্যম ডিভাইসের মেমোরি খরচ কমবে এবং প্রাইভেসিও রক্ষা হবে।


আরও পড়ুন: আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি? জেনে নিন


বর্তমানে যাদের হোয়াটসঅ্যাপ উইন্ডোজের নতুন আপডেটটি রয়েছে তাদের অনেকেই এই ফিচারটি পেয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানায় সংবাদমাধ্যমটি। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য নতুন আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সেটি হলো, কন্ট্যাক্ট নেমের নিচে কনভারসেশনের ভেতরে প্রোফাইল ইনফরমেশন দেখাবে।


জেবি/এসবি