১৪ দলীয় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন হবে বললেন হানিফ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩


১৪ দলীয় জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন হবে বললেন হানিফ
ছবি: সংগৃহীত

১৪ দলীয় জোট এখনো আছে। আওয়ামী লীগ জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বরের মধ্যেই শরিকদের যথাযথ মূল্যায়ন করে ১৪ দলীয় জোটের ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত হবে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে  তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা মাহবুবউল আলম হানিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আরও পড়ুন: শরিকদের জন্য যত আসন ছাড়বে আওয়ামী লীগ


হানিফ গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনকে সে ক্ষমতা দেওয়া হয়েছে।


আরও পড়ুন: দুই নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি


তিনি বলেন, “উৎসবের আমেজ ও গ্রহণযোগ্যতা বাড়াতে নির্বাচনে নিজেদের দলের মধ্য থেকেই একাধিক প্রার্থীর ভোট করার সুযোগ দেওয়া হয়েছে।”


জেবি/এসবি