একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩


একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।


মঙ্গলবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ২০১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের, ঢাকায় ৪


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৬৯ জন। ১ হাজার ৬১০ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৭৯ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, ঢাকার বাইরে ৯


উল্লেখ্য,গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।


জেবি/এসবি