পায়রা নদীর এক ইলিশের দাম ৫৫৫০ টাকা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩
বরগুনার তালতলী উপজেলায় পায়রা (বুড়িশ্বর) নদীতে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি ৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার জেলে ইসমাইল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে তিনি পায়রা নদীতে জাল ফেলি। পরে জাল তুলতে গিয়ে ২ কেজি ৮'শ গ্রামের ইলিশটি পাই। তালতলীর মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে গেলে মৎস্য আড়তদার মজিবর ফকিরের কাছে ৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়। তিনি আরও বলেন,নদীতে এত বড় ইলিশ খুব কম দেখা যায়। এত বড় ইলিশ জালে ধরা পড়া ভাগ্যের বিষয়।
আড়তদার মজিবর ফকির বলেন, মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি, ভালো দাম পাওয়া যাবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এর সুফল হিসেবেই এত বড় ইলিশ মাছ নদীতে ধরা পড়েছে।
আরএক্স/