প্রথমদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩
আর মাত্র দুদিন বাকী। এরপর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ ভাঙ্গা রেড্ডি পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকের মাঝে। ভারতে সিনেমার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও।
মঙ্গলবার (২৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ‘অ্যানিমেল’-এর আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া। তিনি বলেন, “সিনেমাটি আনার ব্যাপারে আজ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আশা করছি কাল-পরশু সেন্সর করাতে পারব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’।”
আরও পড়ুন: ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে’
জান যায়, ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।
আরও পড়ুন: ইচ্ছা আছে কোনো দলীয় প্রতীকে নির্বাচন করার: হিরো আলম
‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর চলতি বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এ। লেখক-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটির ট্রেলার প্রকাশের পরপরই রীতিমতো হৈচৈ পড়ে গেছে ভক্তদের মাঝে। বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল’-এর ট্রেলারটি দর্শকদের একটি দুর্দান্ত অ্যাকশন-প্যাকড বিনোদনের আভাস দিচ্ছে।
জেবি/এসবি