ইচ্ছা আছে কোনো দলীয় প্রতীকে নির্বাচন করার: হিরো আলম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩
দেশের আলোচিত ও সমালোচিত ইউটিউবার ক্রেটর হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে একটি দলের হয়ে অংশগ্রহণের কথা জানিয়েছে তিনি।
মুঠোফোনে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘এই মুহূর্তে আমি দুবাইয়ে আছি। আজ রাতে দেশে ফিরব। ইতোমধ্যে বগুড়ার একটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র হিসেবে সেখানে দাঁড়াব।’
তিনি আরও বলেন,‘ইচ্ছা আছে কোনো দলীয় প্রতীকে নির্বাচন করার। এখন তো অনেক দলই নির্বাচনে যাচ্ছে। যদি কোনো দল আমাকে যোগ্য মনে করে সিগন্যাল দেয় তাহলে আমি দলীয়ভাবে নির্বাচন করতে ইচ্ছুক। সেটা বাংলাদেশের যে কোনো আসন থেকে হলেও কোনো সমস্যা নেই।’
আরও পড়ুন: নতুন খবর দিলেন তানজিন তিশা
নির্বাচন নিয়ে কথা বলার ফাঁকে আরও একটি খবর জানিয়েছেন হিরো আলম। তাকে নাকি এবার বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত-এর সঙ্গে দেখা যাবে পর্দায়। আর এই প্রজেক্টে অর্থ বিনিয়োগ করবেন দুবাইয়ের ‘বহুল বিতর্কিত’ সেই আরাভ খান।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী হলেন মাহিয়া মাহি
বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।
ইতোমধ্যে একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। সেখানে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে। যেখানে চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।’
জেবি/এসবি