সোনম কাপুর ফের মা হচ্ছেন

বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল—সোনম কাপুর কি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন? অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানালেন স্বয়ং অভিনেত্রীই। বছর শেষের আনন্দঘন সময়ে নিজের স্ফীতোদরের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করলেন অনিল কাপুর-কন্যা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোনম কাপুর। ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও টপে দেখা যায় তাকে। দু’হাতে আগলে রেখেছেন নিজের বেবি বাম্প। ক্যাপশনে লিখেছেন মাত্র একটি শব্দ— ‘মা’।
আরও পড়ুন: ‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’
স্ত্রীর মাতৃত্বের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বামী আনন্দ আহুজাও। মজার ছলে মন্তব্য করেছেন— ‘এবার দ্বিগুণ ঝামেলা’। মুহূর্তেই আবার ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা’।
বিজ্ঞাপন
সোনম–আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তানের জন্মের পর থেকেই অভিনয়জগৎ থেকে খানিকটা দূরে ছিলেন সোনম; পুরোটা সময় দিয়েছেন সন্তানের দেখভাল ও মাতৃত্ব উপভোগে।
শেষবার তাকে বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে, ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’–এ। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর ছয় বছর পর সেটিই ছিল তার প্রত্যাবর্তনের ছবি।








