আবারও ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি ধানুশ ও সাই পল্লবী আবারও বড় পর্দায় একসঙ্গে আসতে পারেন—এমন খবরেই সরগরম তামিল ইন্ডাস্ট্রি। ‘মারি টু’–এর পর তাদের রসায়ন এবং ‘রাউডি বেবি’র নজিরবিহীন সাফল্য ভক্তদের হৃদয়ে আজও তাজা। অনেকদিনের অপেক্ষার পর এবার সেই জুটিকে আবার দেখার আশা জেগেছে।
বিজ্ঞাপন
ধানুশের আসন্ন সিনেমা ‘ডি৫৫’-এ (ওয়ার্কিং টাইটেল) নায়িকা হিসেবে সাই পল্লবীর নামই এখন সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। পরিচালনায় রয়েছেন রাজকুমার পেরিয়াসামি।
টাইমস অব ইন্ডিয়া ও সিনেমা এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে এই সিনেমার নায়িকা হিসেবে পূজা হেগড়ের নাম শোনা গিয়েছিল। পরে মীনাক্ষী চৌধুরীর নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নির্মাতারা সাই পল্লবীকেই ধানুশের বিপরীতে চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। যদিও এখন পর্যন্ত সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই খবরে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য ‘মারি টু’–তে প্রথমবার জুটি বাঁধা ধানুশ–সাই পল্লবীর chemistry ছিল সমালোচক-প্রশংসিত। বিশেষ করে ‘রাউডি বেবি’ গানে তারা গড়েন নতুন ইতিহাস—ইউটিউবে ১ বিলিয়ন ভিউ ছোঁয়া প্রথম দক্ষিণ ভারতীয় গান হিসেবে এটি রেকর্ড গড়ে।
আগামী বছরের শুরুর দিকে ‘ডি৫৫’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
এদিকে ধানুশ অভিনীত ‘ইডলি কাডাই’ মুক্তি পেয়েছে ১ অক্টোবর। চলতি মাসের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে তাঁর হিন্দি সিনেমা ‘তেরে ইশক মেইন’।
বিজ্ঞাপন
অন্যদিকে, সাই পল্লবী অভিনীত ‘থান্ডেল’ মুক্তি পেয়েছে গত ৭ ফেব্রুয়ারি। বর্তমানে তিনি বলিউডেও বেশ ব্যস্ত সময় পার করছেন। আমির খানের পুত্র জুনায়েদ খানের বিপরীতে তার অভিনীত হিন্দি সিনেমা ‘মেরে রাহো’ আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি।








