Logo

মিস ইউনিভার্স মঞ্চে জামদানির আভিজাত্যে মিথিলা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১২:৪১
6Shares
মিস ইউনিভার্স মঞ্চে জামদানির আভিজাত্যে মিথিলা
তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতে জাতীয় পোশাক হিসেবে বেছে নিয়েছেন জামদানি শাড়ি—এভাবেই দেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ঐতিহ্যবাহী এই বস্ত্রে ফুটে উঠেছে বাংলার কারুশিল্পের রাজকীয় ঐতিহ্য।

বিজ্ঞাপন

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের অনুভূতি জানিয়ে মিথিলা লিখেছেন, জাতীয় পোশাক হিসেবে তিনি যে জামদানি শাড়িটি পরেছেন, তা শুধু পোশাক নয়—বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক। শত শত বছর ধরে মুঘল সম্রাট, নবাবশ্রেণী এবং বাংলার অভিজাতদের পরিধেয় হিসেবে জামদানি ছিল সম্মান ও মর্যাদার নিদর্শন। মিথিলার ভাষায়, প্রতিটি সুতোয় জড়িয়ে আছে শিল্প, যত্ন আর চিরন্তন সৌন্দর্যের বার্তা।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশাল থেকে তৈরি হয়েছে এই বিশেষ জামদানি। শ্রেষ্ঠ মানের সুতায় তৈরি শাড়িটিতে ব্যবহার করা হয়েছে সূক্ষ্ম স্বর্ণালি জরি। হাতে তৈরি এই শাড়িটি বুনতে সময় লেগেছে প্রায় ১২০ দিনেরও বেশি। এর নকশা করেছেন ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দা।

বিজ্ঞাপন

শাড়িতে শাপলা ফুলের মুন্সিয়ানাপূর্ণ মোটিফ বিশেষভাবে দৃষ্টি কাড়ে—যা বাংলাদেশের জাতীয় ফুলের পরিচয় বহন করে। একই শাপলা মোটিফ মিথিলার গয়নাতেও ফুটে উঠেছে, যা নকশা করেছেন ৬ ইয়ার্ডস স্টোরি’র লরা খান।

২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃত ঐতিহ্যই এবার বিশ্বের সামনে নতুন করে তুলে ধরলেন মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিথিলা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD