Logo

মিথিলার স্বপ্ন আপনার হাতে, ভোটের শেষ দিন আজ

profile picture
বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫, ১২:১৭
8Shares
মিথিলার স্বপ্ন আপনার হাতে, ভোটের শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটান। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ ও ‘ফেস অব এশিয়া’-এর মুকুট জিতে আলোচনায় আসেন তিনি। পরে ২০২০ সালে নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেও নির্বাচিত হন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। তবে কোভিড পরিস্থিতি ও সময়স্বল্পতার কারণে সে বছর মূল আসরে অংশ নেওয়া হয়নি তার।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রস্তুতির পর মিথিলা ২০২৫ সালে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর সেরার মুকুট জিতে নতুন করে আলোচনায় আসেন। প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেদিন পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে উৎসাহ দিয়ে বিদায় জানান।

মিথিলা বলেন, বাংলাদেশের মানুষ এভাবে সাপোর্ট করবে— এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে আমরা ভালো কিছু করব।

বিজ্ঞাপন

পিপলস চয়েস ভোটিংয়ে বর্তমানে শীর্ষ তালিকায় আছেন তিনি। ১ নম্বরে ওঠানামার পর এখন বাংলাদেশ রয়েছে ২ নম্বরে। মিথিলা বিশ্বাস করেন, শেষ দিন পর্যন্ত মানুষ ভোট দিলে আবারও দেশটি ১ নম্বরে যাবে। পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০–এ জায়গা পাবেন তিনি।

মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়ে সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা ও সিস্টারহুড তৈরির কৌশল শিখেছেন বলে জানান মিথিলা। তার ভাষায়, মিস ইউনিভার্স আমাকে নতুন একজন মানুষ বানিয়েছে। যোগাযোগ দক্ষতা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে।

আগামী ২১ নভেম্বর ঘোষণা হবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। ফলাফল নিয়ে শান্ত ও স্থির থাকতে চান মিথিলা। তিনি বলেন, ফলাফল যা-ই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।

বিজ্ঞাপন

জয়ী হলে প্রথম পরিকল্পনা কী- এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, সবার আগে ক্ষুধামুক্তির জন্য কাজ করব। ২০১৬ সাল থেকে কাজ করছি। তহবিলও সংগ্রহ করেছি। বিভিন্ন সংকটে মানুষকে ও বন্যার্তদের সহযোগিতা করেছি। পথশিশুদেরও জন্য কাজ করেছি। আমার নিজের এলাকায়ও কাজ করেছি। মানুষ হিসেবে এসব করেছি। আর মিস ইউনিভার্স হলে আমার দেশ থেকে কাজ শুরু করব। আমি বিশ্বাস করি, চ্যারিটি স্টার্টস ফ্রম দ্য হোম।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD