Logo

ঢাকায় আবারও আসছেন আতিফ আসলাম

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:১১
5Shares
ঢাকায় আবারও আসছেন আতিফ আসলাম
আতিফ আসলাম । ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকার দর্শকদের মাতাতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত বিশেষ এক ওপেন–এয়ার কনসার্টে অংশ নেবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে, আয়োজনটির নাম রাখা হয়েছে ‘Atif Aslam at Main Stage Show’। বসুন্ধরা মাঠেই অনুষ্ঠিত হবে এই বড়সড় আয়োজন।

কনসার্টের দিন দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৫টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু করার কথাও জানিয়েছে আয়োজকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর ঠিক এক বছর আগে—গত ২৯ নভেম্বর—আতিফ আসলাম ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ঢাকার দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেদিন তিনি ‘জিতনি দফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD