শুধু টাকার জন্য নিজেকে কখনোই বিকিয়ে দিইনি: দীপিকা পাড়ুকোন

বলিউডে দীর্ঘ পথচলায় একের পর এক সফল চরিত্র উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। জনপ্রিয়তা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও সব সিদ্ধান্ত তিনি নেন ভেবেচিন্তে—এটা আবারও পরিষ্কার করেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। সেখানে ক্যারিয়ার জুড়ে তার নীতি, আদর্শ ও সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
দীপিকার ভাষ্য, তিনি কখনোই শুধুমাত্র অর্থের জন্য নিজের অবস্থান বা মূল্যবোধের সঙ্গে আপস করেননি। সাক্ষাৎকারে তিনি বলেন, “বিভিন্ন সময় অনেক বড় অঙ্কের অফার এসেছে। কিন্তু শুধু টাকা দেখেই কোনো চরিত্র গ্রহণ করিনি। এমন কোনও সিনেমায় কাজ করিনি, যেখানে আমার উপস্থিতির কোনও অর্থ নেই।”
প্রতিযোগিতাপূর্ণ বলিউডে, যেখানে অনেক সময় অভিনয়ের চেয়ে পারিশ্রমিকই মুখ্য হয়ে ওঠে, সেখানে ক্যারিয়ারের শুরুর দিকেই দৃঢ় অবস্থান নেওয়া সহজ ছিল না। দীপিকাও তা স্বীকার করেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রথম দিকে সেই আত্মবিশ্বাস ততটা ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা ও নিজের অবস্থান শক্ত হওয়ার পর সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
বিজ্ঞাপন
তার ভাষায়, “অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কাকে কীভাবে মূল্য দিতে হয়। তাই আজ অনেক সিদ্ধান্ত নিতে আমার দেরি হয় না।”
নিজের কাজের প্রতি সততা, চরিত্রের প্রতি দায়িত্ববোধ এবং শিল্পের প্রতি সম্মান এই তিনটিকেই ক্যারিয়ারের ভিত্তি ধরে এগিয়ে যেতে চান বলে জানান এই তারকা।








