দুইদিনেই বক্স অফিসে তাণ্ডব অজয় দেবগণের ‘দে দে প্যায়ার দে টু’-র

বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন ছবি ‘দে দে প্যায়ার দে টু’ মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে দাপট দেখিয়েছে।
বিজ্ঞাপন
১৪ নভেম্বর মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৮.৭৫ কোটি রুপি, আর দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ ১২.২৫ কোটি রুপি। প্রথম দুই দিনের মোট আয় ২১ কোটি রুপি, যা চলচ্চিত্র ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
ছবিতে অজয়ের সঙ্গে রয়েছেন রাকুল প্রীত সিং ও আর. মাধবন। এটি ২০১৯ সালের ‘দে দে পেয়ার দে’ ছবির সিক্যুয়েল। নতুন কিস্তিতে অজয়ের চরিত্র রাকুল প্রীতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে যায়।
বিজ্ঞাপন
আর. মাধবন তার মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে নিতে না পারায় তৈরি হয় হাস্যরস ও নাটক। ছবির গানও মুক্তির আগেই দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।








