ঘুমিয়ে পড়লে হয়তো আর উঠতাম না: সুস্মিতা সেন

বিজ্ঞাপন
দুই বছর আগে হঠাৎ গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। পরীক্ষায় জানা যায়, তার হৃদপিণ্ডে ছিল প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দ্রুত অ্যানজিওপ্লাস্টি ছাড়া উপায় ছিল না। এই ঘটনায় তাকে নিয়ে উদ্বেগে পড়ে যান অসংখ্য ভক্ত।
সম্প্রতি দিব্যা জৈনের একটি পডকাস্টে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেন সুস্মিতা। তিনি জানান, হার্ট অ্যাটাকের মুহূর্ত থেকে শুরু করে অ্যানজিওপ্লাস্টি পর্যন্ত পুরো সময়টায় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। এমনকি চিকিৎসকদের দেওয়া অজ্ঞান হওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন।
বিজ্ঞাপন
তার ভাষায়, ‘আমি ঘুমিয়ে পড়তে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল, ঘুমিয়ে গেলে হয়তো আর জেগে উঠতে পারব না। আমি সব সময় নিয়ন্ত্রণে থাকতে চাই—সেই স্বভাবই আমাকে জাগিয়ে রেখেছিল।’
ডাক্তাররা যখন তাকে অচেতন করার কথা বলেন, তখনই দুটো পথ সামনে দেখেছিলেন তিনি, সজাগ থেকে সবটা সহ্য করা অথবা অচেতন হয়ে পড়ে হয়তো আর ফিরে না আসা।
বিজ্ঞাপন
ঝুঁকি নিয়েই তিনি প্রথম পথটি বেছে নেন। অপারেশনের সময়ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন—কখন শেষ হবে, কবে তিনি কাজে ফিরতে পারবেন—এসব জানতে চাইছিলেন। কারণ হার্ট অ্যাটাকের সময় তিনি ছিলেন জয়পুরে শুটিং সেটে, এবং সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে তার তাড়া ছিল।
অ্যানজিওপ্লাস্টির মাত্র দুই সপ্তাহ পরই তিনি একটি ফ্যাশন শো দিয়ে আবার কাজে ফিরেন—যা তার দৃঢ় মানসিকতার সাক্ষ্য দেয়।
সূত্র: আনন্দবাজার








