কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল ৩০ হাজার কোটি টাকার এস্টেটের মালিকানা নিয়ে বিবাদ থামছেই না। এই কাণ্ডের নতুন অধ্যায়ে কারিশমা কাপুরের দুই সন্তান, সামাইরা ও কিয়ান, দিল্লি হাই কোর্টে অভিযোগ করেছেন যে তাদের দু’মাসের কলেজ ফি এখনও জমা হয়নি।
বিজ্ঞাপন
সন্তানদের অভিযোগ অনুযায়ী, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব তাদের মাসিক খরচ এবং অন্যান্য আর্থিক সুবিধা বন্ধ করে দিয়েছেন। আদালতে তারা দাবি করেছেন, “আমাদের কলেজ ফি এখনো জমা হয়নি, অথচ বাবার সম্পত্তি কম নয়।”
এতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—কিয়ান প্রিয়ার বিরুদ্ধে বাবার সম্পত্তির দলিল জাল করার অভিযোগ এনেছেন। তিনি আদালতকে অনুরোধ করেছেন আসল দলিল পরীক্ষা করে দেখার। আদালত কিয়ানের পিটিশন পুনর্বিবেচনার জন্য অনুমতি দিয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। আইনি জটিলতার কারণে তাঁর মরদেহ দেশে ফেরত আনতেও বেশ সময় লেগেছিল।








