ডিসেম্বরেই মতিঝিল অংশে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত!

মঙ্গলবার (২৮ নভেম্বর) মেট্রোরেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
চলতি বছরের ডিসেম্বর মাসেই উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রাত ৮টা পর্যন্ত করা হবে হতে পারে বলে জানা গেছে। বর্তমানে এই অংশে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মেট্রোরেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
একই সাথে ডিসেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্যায়ক্রমে বিজয় সরণি, কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন খুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যুগ্মসচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, “আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই যেসব স্টেশন বাকি রয়েছে সেগুলো খুলে দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চালু করা। যেন নতুন বছর থেকে রাজধানীবাসী আরামে চলাচল করতে পারে।”
আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউর বিশেষজ্ঞ দল আজ
বিজ্ঞাপন
মেট্রোরেল পূর্ণাঙ্গ রূপে চালু হলে সময়ও বাড়বে জানিয়ে তিনি বলেন, “অবশ্যই আমাদের ইচ্ছে আছে পুরোপুরি মেট্রোরেল চালু হলে সময়ও বাড়ানো হবে। তখন রাত ৮টা পর্যন্ত চলবে। আর যাদের পাস আছে তারা সাড়ে ৮টা পর্যন্ত চড়তে পারবে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজ্ঞাপন
ডিসেম্বরের ঠিক কবে নাগাদ নগরবাসী এই সুবিধা পেতে যাচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও আমরা নির্ধারণ করিনি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পন্ন করার। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমদিকেই মতিঝিল পর্যন্ত পুরো চালুর আশা করছি।”
জেবি/এসবি








