Logo

অবশেষে সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ২২:৪৫
35Shares
অবশেষে সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিক
ছবি: সংগৃহীত

প্রত্যেক শ্রমিকদের বরণ করে নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীসহ সরকারের শীর্ষ কর্তারা।

বিজ্ঞাপন

ভারতের উত্তরাখণ্ডে ধসে পড়া সুড়ঙ্গে ১৭ দিনে যুদ্ধ জয়। মিলল মুক্তির স্বাদ। দীর্ঘ উৎকণ্ঠার পর উদ্ধার অভিযানে একে একে তাদের সবাইকে বের করে আনা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টা নাগাদ প্রথম শ্রমিককে উদ্ধারের পর বাকি সবাইকে উদ্ধার করতে ঘণ্টাখানেকেরও কম সময় লাগে। প্রত্যেক শ্রমিকদের বরণ করে নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীসহ সরকারের শীর্ষ কর্তারা। 

বিজ্ঞাপন

১২ নভেম্বর নির্মাণাধীন এ সুড়ঙ্গে ধস নামলে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। তাদের উদ্ধারের জন্য জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, সেনাবাহিনীর অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনকে নামানো হয়। নিয়ে আসা হয় আন্তর্জাতিক মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপারকেও।

বিজ্ঞাপন

এর মধ্যে দীর্ঘ ১৭ দিন দুটি পাইপ দিয়ে শ্রমিকদের জন্য খাবার, পানীয় এবং অক্সিজেন পাঠানো হচ্ছিল। অবশেষে মিলল মুক্তির স্বাদ।

সুড়ঙ্গের বাইরে ৩০টি অ‍্যাম্বুল‍্যান্স রাখা হয়। প্রাথমিক চিকিৎসার জন‍্য শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD