Logo

তুরস্কের আকাশসীমার কাছে ড্রোন ভূপাতিত, কৃষ্ণসাগরে উত্তেজনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪২
2Shares
তুরস্কের আকাশসীমার কাছে ড্রোন ভূপাতিত, কৃষ্ণসাগরে উত্তেজনা
ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরের আকাশপথ দিয়ে তুরস্কের দিকে ধেয়ে আসা একটি নিয়ন্ত্রণহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগরের দিক থেকে তুর্কি আকাশসীমার দিকে এগিয়ে আসা একটি অনিয়ন্ত্রিত ড্রোন শনাক্ত করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ার বিষয়ে সতর্ক করেছিল তুরস্ক। এমন প্রেক্ষাপটেই আকাশসীমার কাছাকাছি ড্রোনের উপস্থিতির ঘটনা সামনে এলো।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটি শনাক্ত হওয়ার পর তুরস্কের বিমানবাহিনী ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়। পরে ড্রোনটি নিয়ন্ত্রণহীন বলে নিশ্চিত হওয়ার পর একটি নিরাপদ এলাকায় সেটিকে ভূপাতিত করা হয়।

তবে ড্রোনটির ধরন বা উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তুরস্কের বিমানবাহিনী।

উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের একাধিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়। এতে তুরস্কের মালিকানাধীন তিনটি কার্গো জাহাজও ক্ষতির মুখে পড়ে। এ ঘটনার পর যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে তুরস্ক।

বিজ্ঞাপন

এর আগে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার তেল রপ্তানির উদ্দেশ্যে যাত্রারত তিনটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ইউক্রেনের বিভিন্ন বন্দরে পাল্টা হামলা চালায় রাশিয়া। পরে কিয়েভের হামলার প্রতিক্রিয়ায় মস্কো ইউক্রেনকে ‘সমুদ্র থেকে বিচ্ছিন্ন’ করে দেওয়ার হুমকিও দেয়।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD