গ্রিন কার্ডের শেষ ধাপে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী

যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশক ধরে বসবাস করা ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে গ্রিন কার্ড পাওয়ার ঠিক আগ মুহূর্তে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আটক ওই নারীর নাম বাবলেজিত ওরফে বাবলি কৌর (৬০)। তিনি ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১ ডিসেম্বর মুলতুবি গ্রিন কার্ড আবেদনের অংশ হিসেবে বায়োমেট্রিক স্ক্যান ও সাক্ষাৎকারের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তরে যান বাবলি কৌর। সাক্ষাৎকার চলাকালেই ফেডারেল এজেন্টরা তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে জ্যোতি।
জ্যোতি জানান, আইসিই অফিসে অবস্থানকালে একাধিক ফেডারেল এজেন্ট ভবনে প্রবেশ করেন এবং পরে তার মাকে একটি কক্ষে ডেকে নিয়ে গ্রেপ্তারের কথা জানানো হয়।
আটকের পর বাবলি কৌরকে আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। কয়েক ঘণ্টা পর্যন্ত পরিবার জানতে পারেনি তাকে কোথায় নেওয়া হয়েছে। পরে জানা যায়, তাকে ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে, যা বর্তমানে আইসিইর আটককেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিজ্ঞাপন
পরিবার জানায়, বাবলি কৌরের এক মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার মাধ্যমেই গ্রিন কার্ডের আবেদন করা হয়েছিল, যা ইতোমধ্যে অনুমোদিত। তার স্বামীও গ্রিন কার্ডধারী।
বাবলি কৌর দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরের বেলমন্ট শোর এলাকায় বসবাস করছেন। তিনি ও তার স্বামী দুই দশকের বেশি সময় ধরে ‘নটরাজ কুইজিন অব ইন্ডিয়া অ্যান্ড নেপাল’ নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁ পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি প্রায় ২৫ বছর রাইট এইড ফার্মেসিতে কর্মরত ছিলেন।
তার মুক্তির দাবিতে লং বিচ এলাকার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। পরিবারও আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্তির চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞাপন
পরিবারের ভাষ্য অনুযায়ী, অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে বাবলি কৌর একটি ডরমিটরি-ধাঁচের কক্ষে আটক রয়েছেন, যেখানে সারারাত আলো জ্বলে এবং শব্দের কারণে ঘুমানো কঠিন হয়ে পড়ে।
মেয়ে জ্যোতি বলেন, এটা আমাদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। তাকে মুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই পরিস্থিতি অমানবিক।
সূত্র: এনডিটিভি








