Logo

অস্ত্র ছিনিয়ে নেওয়া আহমেদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৯
13Shares
অস্ত্র ছিনিয়ে নেওয়া আহমেদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সিডনির বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করা সাহসী আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।

বিজ্ঞাপন

গত রবিবার সিডনির বোন্ডি সৈকতে বাবা-ছেলে দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। ওই সময় সৈকতে ইহুদি সম্প্রদায়ের সদস্যরা একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন আহমেদ আল-আহমেদ। তার সামনেই বন্দুকধারী নির্বিচারে গুলি ছুড়ছিল। এমন পরিস্থিতিতে জীবন বাজি রেখে দৌড়ে গিয়ে তিনি বন্দুকধারীকে জাপটে ধরেন এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। এতে করে আরও বহু মানুষ গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পান।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সাহসিকতার জন্য ব্যাপক প্রশংসা কুড়ান আহমেদ।

আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, তিনি কেবল কফি নেওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎই দেখেন তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। তখনই তিনি প্রতিরোধ করার সিদ্ধান্ত নেন। তার এই সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়। তবে গুলি এখনও শরীরের ভেতরে থাকায় তাকে আরও একবার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD