Logo

হরতালে মিরপুর ও যাত্রাবাড়ী বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৩
11Shares
হরতালে মিরপুর ও যাত্রাবাড়ী বাসে আগুন
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাজধানীর পৃথক স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, যাত্রাবাড়ী আইডিয়া স্কুলের পাশে বিকেলে রাইদা পরিবহনের একটি বাসে এবং মিরপুর-১ এ ফুট ওভার ব্রিজের নিচে বিআরটিসির দ্বিতল বাসে পিছনের আগুন দেয় দৃর্বিত্তরা। পৃথক স্থানে ফায়ার ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক কোন হতাহতের খবর জানা যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল দেয় বিএনপি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD