নৌকার প্রার্থী পুণঃবিবেচনা করে পরিবর্তনের দাবীতে সরিষাবাড়ী আ.লীগের মৌন মিছিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছে আওয়ামী লীগ ও তৃণমূলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা চত্তরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ২ সহস্রাধিক নেতাকর্মীরা সহ নানা পেশাজীবির সাধারণ মানুষ অংশ নেয়। মিছিলটি যমুনা সারকারখানা গেইট, তারাকান্দি ট্রাক, ট্যাঙ্কলড়ি মালিক সমিতি, কান্দার পাড়া হয়ে আবার গেটপাড়ে এসে পথ সভায় মিলিত হয়।
এ সময় পথ সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মঈনুল ইসলাম ময়নাল, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই সরিষাবাড়ীর মানুষ আওয়ামী পাগল মানুষ। সরিষাবাড়ীর মানুষের চাওয়ার আকাঙ্খার প্রতিফলন ঘটেনি বলে উৎসাহ বাদ দিয়ে আজকে মানুষ নিরব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে।
আমরা আওয়ামী পাগল মানুষ, বঙ্গবন্ধু প্রিয় মানুষ হিসেবে, শেখ হাসিনার আস্থাভাজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাই সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে পুণঃবিবেচনা করে এই আসনের মানুষের মুখে হাসি ফোটাবেন।
আরএক্স/