ফখরুল যে এত মিথ্যাচার করে তা জানা ছিল না: হানিফ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফখরুল যে এত মিথ্যাচার করে তা জানা ছিল না: হানিফ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এত মিথ্যাচার করতে পারে তা আমাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের মোটেল উপুলের জারা কনভেনশন সেন্টারে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভার সূচনা বক্তব্যে এ মন্তব্য করেনে তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষক। একজন শিক্ষক যে এত মিথ্যাচার করতে পারে তা আমাদের জানা ছিল না। সম্প্রতি বেগম খালেদা জিয়াকে তিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি দিলেন। পরে দেখা গেল সেটি লন্ডনপ্রবাসী বিএনপি নেতার পাঠানো ক্রেস্ট। এতেই বোঝা যায়, তিনি মিথ্যাচারে পৃথিবীকে ছাড়িয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা অর্জন হয়েছে। আর দেশের উন্নয়ন-অগ্রগতি এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের হাত ধরেই দেশের সব অর্জন।’

তৃণমূল প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমসহ নয় উপজেলার প্রায় ৩ হাজার নেতা-কর্মী।

 ওআ/