মনোনয়ন বাতিল হওয়ায় যা বললেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্রপ্রার্থী নায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ ব্যাপারে তাৎক্ষণিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা মাহিয়া মাহি।
মাহি বলেন, “মনোনয়ন বাতিল হয়নি, এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি বলব এই যে ১ শতাংশের স্বাক্ষর, এই স্বাক্ষরটা কোনো না কোনোভাবে প্রকাশ্যে আসে। আর যারা প্রতিপক্ষ আছেন, তারা তো চেষ্টা করবেন আমরা যেন নির্বাচনে অংশ নিতে না পারি।”
আরও পড়ুন: নায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল
মাহি আরও বলেন, “আর এখানেই তো শেষ না। আমি আপিল করব। আপনারা জানেন যে, এর আগে আমি দলীয় এবং বঙ্গবন্ধু সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েছি। সেসব বাধা অতিক্রম করেই কিন্তু আমি প্রজেক্টগুলোয় সফল হয়েছি। এবারও আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমি আপিল করব এবং ইনশাআল্লাহ এটাকে বিবেচনা করবেন আপিল বিভাগ।”
জেবি/এসবি