সরিষাবাড়ীতে রফিকের বহিষ্কার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


সরিষাবাড়ীতে রফিকের বহিষ্কার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: জনবাণী

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায়  তৃণমুল আওয়ামীলীগের আয়োজনে  তারাকান্দি গেটপাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি তারাকান্দি গেট পাড় থেকে শুরু হয়ে পুলিশ ফাঁড়ি মোড়, মালিক সমিতি মোড়, কান্দারপাড়া মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেটপাড়ে সমাবেশে মিলিতে হয়।  


বিক্ষোভ মিছিলে পিংনা,ডোয়াইল, পোগলদিঘা ও আওনা ইউনিয়নের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও নারী-পুরুষ অংশ নেয়।  


সমাবেশে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলীর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি রইচ উদ্দিন,উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর, কান্দারপাড়া বাস মালিক সমিতির সভাপতি মতিউর রহমান,  ট্রাক পরিবহন ও শ্রমিক পরিবহনের সভাপতি তোজাম্মেল হক টিটু  প্রমুখ বক্তব্য রাখেন।  


এ সময় উপজেলা আওয়ামীলীগের সদস্য ময়নুল ইসলাম,পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু,  পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাকান্দি শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম তরফদার সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য যে, রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   সেখানে ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী নৌকার প্রার্থী হিসেবে মাহবুবুর রহমানের নাম প্রকাশ করেন।  


নাম ঘোষনার পর বৃহস্পতিবার(৩০ নভেম্বর)  সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা চত্তরে নৌকার প্রার্থী পুণঃবিবেচনা করে পরিবর্তনের দাবীতে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। 


শুক্রবার (১ ডিসেম্বর) সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সন্ধ্যায় সরিষাবাড়ীতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন তরফদার ও কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জাল হোসেন তাদের বক্তব্যে রফিকুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতির দাবী জানান।  পরে জেলা আওয়ামী লীগ রফিকুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত উপজেলা আওয়ামীলীগকে প্রদান করেন। 


উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ওপর বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জাল ও মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন তরফদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।  


রফিকুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে সরিষাবাড়ীতে তৃণমূল  আওয়ামীলীগের নেতাদের থেকে আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। 


উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সমাবেশেভতার বক্তব্যে বলেন, কখনো শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিরুদ্ধে কাজ করি না। সরিষাবাড়ী মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে একত্রির হয়ে শেখ হাসিনার কাছে প্রার্থী পরিবর্তনের দাবী রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব। রাজনীতি করতে গেলে অনেক বাধা বিপত্তির মধ্যে রাজনীতি করতে হয়। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামীলীগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগের ওপর আস্থা রাখুন। আমরা দক্ষিণ সরিষাবাড়ীতে বার বার অগ্নি পরীক্ষা দিয়েছি, সংগ্রাম করেছি। ২০০১ সালে আমরা মামলা হামলা নির্যাতনের স্বীকার হয়ে জামায়াত বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম। ১৯৯১ সালে দলের বিরুদ্ধে একটি পরিবার বিরোধিতা করেছিল, সে কোন পরিবার। এরা কারা যারা নৌকার বিরোধিতা করেছিল। সেদিন আমাদের পরাজিত করে দু:শাসনের হাতে তুলে দিয়েছিল।দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা-পৌরসভা নির্বাচনে বিরোধিতা করেছিল কারা?  আমাদের বহিষ্কারের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের দিয়ে অন্যায় ভাবে কিছু করানো যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা মানতে চাই। ওবায়দুল কাদেরের বক্তব্য ফলো করতে চাই। ষড়যন্ত্রকারী আমেরিকাসহ বিশ্বের ষড়যন্ত্রকারী মোড়লরা শেখ হাসিনার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আপ্নারা বিভ্রান্ত হবেন না। আপনাদের কেন্দ্রে যেতে হবে। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। বর্ধিত সভা থেকে জেলা আওয়ামীলীগ আমাকে অব্যাহতির জন্য নির্দেশনা দিয়েছে। চিঠি এখনো হাতে পায়নি। আমি রফিক কেন শত শত নেতা বহিষ্কার হয়ে ভোট কেন্দ্রে যেতে প্রস্তুত আছে৷ 


এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশাহ জানান, রফিকুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তটি জেলার। জেলা আওয়ামীলীগ বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিয়েছে। জেলার সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। জেলা থেকে নতুন কোন সিদ্ধান্ত আসলে জানানো হবে। 


আরএক্স/