ব্যবস্থা নেবেন মিনহাজুল আবেদীন নান্নু


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩


ব্যবস্থা নেবেন মিনহাজুল আবেদীন নান্নু
ছবি: সংগৃহীত

সেরা চারের প্রত্যাশা নিয়েই ভারতে বিশ্বকাপ মিশনে গিয়েছিল লাল সবুজের দল। অন্তত সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যই ছিল বাংলাদেশ দলের। তবে ৫০ ওভারের বিশ্ব এই আসরে অষ্টম হয় টাইগাররা। বড় এই টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে সাকিবরা। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেই জিতেছে এরা । এরমধ্যে লঙ্কানদের বিপক্ষে জয়ই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে।


বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচকদের তোপের মুখে অধিনায়ক, কোচ, নির্বাচকসহ দল সংশ্লিষ্ট সবাই। তবে বৈশ্বিক এই আসরে ভরাডুবির দায়ে টিম ম্যানেজমেন্টকেই মূল দায় দিচ্ছেন তারা।


এদিকে সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ঘিরে বেশ কিছু সংবাদ প্রচারিত হয় বিভিন্ন মাধ্যমে। যেখানে পারফরম্যান্সের সম্পূর্ণ দায় তার (নান্নু) ঘাড়ে চাপিয়ে তার বেতন ও কাজ নিয়েও প্রশ্ন উঠে এসেছে। যদিও নান্নুর দাবি করেছেন, এটা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য প্রচার হয়েছে।


নান্নুর ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তো অনেক রকম কথাই হয়। কিছুদিন আগেই আমাকে ব্যক্তিগতভাবে (আক্রমণ করে বলা হয়) আমি নাকি ৫ লাখ টাকা মাসিক বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বোর্ডে গিয়ে দেখে আসেন কত টাকা বেতন দেওয়া হয় আমাকে। তাদের লজ্জা থাকা উচিত যারা এ সমস্ত নিউজ করেছেন।


অন্যদিকে দেশের বেসরকারি এক টেলিভিশনে বিসিবির প্রধান নির্বাচকের কর্মকান্ড নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্না। এই নিয়েও জবাব দিয়েছেন নান্নু।


বিসিবির প্রধান নির্বাচকের দাবি যে, যারা তাকে নিয়ে এ ধরনের কথা বলে তাদের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদানই নেই, বরং ক্রিকেটেরই ক্ষতি করছে তারা।


নান্নুর মন্তব্য, ‘সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সাথে মুখ খুলেছেন। তার কি অবদান আছে,  এদেশের ক্রিকেটের জন্য? সে চট্টগ্রামে যেয়ে আমাদের বাপ-দাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, আমার পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট নেই। যারা মিথ্যা ও বানোয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে, এদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনেকরি। দেশের সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই। এ ধরনের আজগুবি নিউজগুলো নিয়ে যারা কাজ করছে, তারা দেশের ক্রিকেটটাকে ক্ষতিগ্রস্ত করছে।


তিনি আরো যোগ করেন যে, বোর্ডের সবার সাথেই আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলতে চাই এই ধরনের ট্রল করছে না জেনে না বুঝে, এভাবে মিথ্যা কথা নিয়ে সামনে আগানোটা ঠিক না। তবে আপনি যদি সত্যটা জানেন, তাহলে আগান, সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু কাজ করুন।


এমএল/