সিআইডি খ্যাত সেই ‘ফ্রেডরিক্স’ মারা গেছেন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:৪৫ পিএম, ৫ই ডিসেম্বর ২০২৩


সিআইডি খ্যাত সেই ‘ফ্রেডরিক্স’ মারা গেছেন
দিনেশ ফাডনিস - ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন  ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস। 


সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। 


আরও পড়ুন: ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী


দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা দয়ানন্দ শেঠি । তিনি বলেন, “দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।”


আরও পড়ুন: যেখানে সুখ, সেখানেই উষ্ঠা খাই আমি: মাহিয়া মাহি


প্রসঙ্গত, সিআইডি টেলিভিশনে প্রচার শুরু হয় ১৯৯৭ সালে। পরে   ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। দিনেশ ফাডনিসের করা চরিত্রটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।


জেবি/এসবি