গাজায় ইসরাইলের আরও ৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩
গাজায় সংঘর্ষে তিন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আইডিএফ আরও জানায়, এ নিয়ে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ডে দোতলা বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
গেল সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সমগ্র গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের আঘাত
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার (৪ ডিসেম্বর) জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জেবি/এসবি