ভারতে ২ জঙ্গি সংগঠনের ব‍্যাপক সংঘর্ষে নিহত ১৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩


ভারতে ২ জঙ্গি সংগঠনের ব‍্যাপক সংঘর্ষে নিহত ১৩
ছবি: সংগৃহীত

আবারও রক্তাক্ত ভারতের মণিপুর। উত্তর পূর্ব রাজ‍্য পূর্ণরায় নতুন করে সহিংসতায় জড়িয়ে পড়েছে। ২ জঙ্গি সংগঠনের মধ‍্যে ব‍্যাপক সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। 


জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর ) বিকেলে মণিপুরের তেনুপাল জেলায় গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, তেনুপালের সাইবল এলাকার লেইথু গ্রামে ২ জঙ্গি গোষ্ঠীর মধ‍্যে সংঘর্ষ হয়েছে। 


২ পক্ষের মধ‍্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ১৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। 


প্রশাসন এখনো নিহতের পরিচয় প্রকাশ করেনি। জানা যায়, এই দেহগুলি পিপলস লিবেরেশন আর্মির সদস‍্যদের হতে পারে। সম্প্রতি ওই গোষ্ঠীর বিরুদ্ধে ইউএপিএ তে নিষেধাজ্ঞা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।


আরএক্স/