বস্তার স্তূপের নিচে চাপা পড়ে নিহত ৭ শ্রমিক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩
ভারতের কর্নাটকে শস্য ভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন ১১ শ্রমিক। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত ৪ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্নাটকের বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে সোমবার (৪ ডিসেম্বর) রাতে ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন।
তখনই ১১ জন শ্রমিক শস্য ভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন। বিপুল পরিমাণ শস্যরে ওজন হওয়ায় বাঁচার সম্ভাবনা ছিল না বলেই মনে করা হচ্ছে। তথাপি কোনও মতে ৪ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মৃত ৭ জন শ্রমিকই বিহারের বাসিন্দা। মৃতদের নাম রাজেশ মুখিয়া (২৫), রামব্রিজ মুখিয়া (২৯), শম্ভু মুখিয়া (২৬), লুখো যাদব (৫৬), রাম বালক (৩৮), কিশান কুমার (৩০), এবং দালান চান্ডা (৫০)। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রমিকদের। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় শ্রমিকদের।
সংস্থার তরফে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং আহতদের জন্য ২লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
আরএক্স/