‘পরকীয়া সুস্থতার লক্ষণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩
‘পরকীয়া সুস্থতার লক্ষণ’ বলে মনে করেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি ভারতের গণ্যমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি।
গণমাধ্যমকে অপরাজিতা বলেন, “কেন পরকীয়া আটকাতে হবে। এটা তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কারও কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনও ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এটা কোনও অপরাধ নয়।”
আরও পড়ুন: ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ
তিনি আরও বলেন, “আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাচায় বন্দি রাখা ঠিক নয়। শুধু কাউকে না ঠকালেই হবে।”
আরও পড়ুন: ‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড’ পেলেন যারা
উল্লেখ্য,১৯৯৮ সালে ‘শিমুল পারুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অপরাজিতা। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘চুপ কথা’, ‘গয়নার বাক্স’, ‘ওপেনটি বায়োস্কোপ’, ‘বেলা শেষে’, ‘প্রাক্তন’, ‘সমান্তরাল’ প্রভৃতি।
জেবি/এসবি