প্রেমের টানে পাকিস্তানি তরুণী কলকাতায়
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩
ভালোবাসার টানে পাকিস্তানের করাচি থেকে ভারতে কলকাতায় এসেছেন জাওয়ারিয়া খানম নামের এক তরুণী। ২০২০ সালে জাওয়ারিয়া আর সমীর খানের আলাপ হয় থাইল্যান্ডে। তার আগে সমীর তার মায়ের ফোনে জাওয়ারিয়ার ছবি দেখেন এবং সেই ছবি দেখেই প্রেমে পড়ে যান।
আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সালমান
মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাঞ্জাবের আটারি বর্ডার হয়ে কলকাতায় আসেন জাওয়ারিয়া। খুশির আমেজ সমীরের পরিবারে। বিষয়টি রীতিমতো উদযাপন করছে পুরো পরিবার। সমীরের পরিবার ধন্যবাদ জানাচ্ছে ভারত এবং পাকিস্তান সরকার।
বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভিসা পেয়ে পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছলেন জাওয়ারিয়া খান। কলকাতা পার্ক সার্কাসের ছেলে সমীর। পেশায় ব্যবসায়ী। ৫ বছর ভিডিও কলে তারা প্রেম করেছেন।
আরও পড়ুন: কলকাতার সিনেমায় অপূর্ব
সমীরের মা নুসরত খান সাংবাদিকদের জানান, ‘তিনি বাড়িতে বউ না মেয়ে পেয়েছেন।, আগামী বছরের ৬ জানুয়ারি চার হাত এক হতে চলেছে। সমীরের মা নুসরত খান নিজের হাতে জাওয়ারিয়ার বিয়ে এবং গায়ে হলুদের শাড়ি ডিজাইন করেছেন।
আরএক্স/