৪১তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


৪১তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন
ফাইল ছবি

৪১তম বিসিএসে ৩ হাজার ১৬৪ জনকে নন-ক্যাডারে  নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পিএসসির পরিচালক (নন-ক্যাডার) উম্মে আছমা আয়শা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবারই হবে


বিজ্ঞপ্তিতে বলা হয়, “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে; সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।”


আরও পড়ুন: এখনও চূড়ান্ত হয়নি মাধ্যমিকের ৬ বিষয়ের পাণ্ডুলিপি


এতে আরও বলা হয়, 'নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩' অনুযায়ী তালিকাভুক্ত এসব প্রার্থীদের নবম থেকে দ্বাদশ গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বরসহ তালিকা পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশিত হয়েছে।


জেবি/এসবি