অটোমেশনে জোর দিতে ডিএনসিসির কমিটি গঠন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৬ পিএম, ৭ই ডিসেম্বর ২০২৩


অটোমেশনে জোর দিতে ডিএনসিসির কমিটি গঠন
ছবি: ফাইল ছবি

নাগরিক সেবার নানাবিধ কাজে অটোমেশনে জোর দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। তারই ধারাবাহিকতায় অটোমেশন সংক্রান্ত সফটওয়্যার তৈরি করা, এ সংশ্লিষ্ট প্রয়োজনীয় উপকরণ ক্রয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নের জন্য কমিটি গঠন করেছে ডিএনসিসি।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ খবর জানা গেছে।


এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে ৬ সদস্যের কমিটি করেন।


ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, এই কমিটির কাজ অটোমেশন সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত ও যাচাই বাছাই করবে। এর পাশাপাশি উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োগেন জন্য দর যাচাই করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৬ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির সিস্টেম অ্যানালিস্টকে। আরো কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বুয়েটের প্রতিনিধি।


এমএল/