বৈধতা ফেরাতে চতুর্থ দিনেও ইসিতে প্রার্থীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩২ পিএম, ৮ই ডিসেম্বর ২০২৩


বৈধতা ফেরাতে চতুর্থ দিনেও ইসিতে প্রার্থীরা
ছবি: ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে ইসিতে চতুর্থ দিনের মতো চলছে আপিলের কার্যক্রম। বৃষ্টি মাথায় নিয়েই আপিল আবেদন করতে আসছেন এসব প্রার্থীরা।


শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে দেখা যায়, বেলা ১০ টা বাজতেই আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার প্রার্থীরা।ইসির প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে প্রার্থীদের আনাগোনা কিছুটা কম দেখা য়ায়।


আরও পড়ুন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনা


আলাপ হয় আপিল করতে আসা সংসদীয় আসন কুমিল্লা- ৫ আসনে গণফ্রন্ট থেকে নির্বাচন করতে আগ্রহী আবুল কালাম ইদ্রিসের সাথে। তিনি জানান যে ,আমার মনোনয়নপত্রে কোনো প্রকার ভূল ছিল না,কিন্তু যেদিন জমা দিতে যাব সেদিন আমিসহ আরো ২০-২২ জনের আবেদনপত্র জমা নেওয়া হয়নি। তবে ডিসি আশস্ত করেছেন আবেদন জমা নেওয়া হবে,কিন্তু পরে আর জমা নেয়নি। তাই ইসিতে আপিল করতে এসেছি।


৬৪ টি জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনে আলাদা ১০ টি বুথ করা হয়েছে। সেখানেই আলাদা করে চলছে আপিল দায়েরের কার্যক্রম।


এর আগে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে এ পর্যন্ত সর্বমোট ৩৩৬ জন প্রার্থী আপিল করেছেন।

 

আরও পড়ুন: মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ করছে সরকার


এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দুই হাজার ৭১৬টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এর ভিতরে যাচাই- বাছাইয়ের সময় রিটার্নিং অফিসাররা বাতিল করেছেন ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।

 

অন্যদিকে শনিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিপক্ষে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি।


প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।


প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় রবিবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের প্রতীক বরাদ্দ করবেন সোমবার (১৮ ডিসেম্বর)। আসন্ন জাতীয় নির্বাচনের প্রচার-প্রসার চলবে শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৮ পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৫ টা পর্যন্ত।


এমএল/