পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩


পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
ছবি : সংগৃহীত

পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে আমাদেরকে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।


আরও পড়ুন: বৈধতা ফেরাতে চতুর্থ দিনেও ইসিতে প্রার্থীরা


শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। 


ওবায়দুল কাদের বলেন, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সবার পুরোপুরি সহযোগিতা চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন। 


দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ডিসি ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যা বিরল। 


আরও পড়ুন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনা


এসময় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।  


জেবি/এজে