খুশকি নিয়ন্ত্রণে নিম পাতার কার্যকারিতা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩


খুশকি নিয়ন্ত্রণে নিম পাতার কার্যকারিতা
ছবি: ফাইল ছবি

শীতকালে প্রায় সবারই খুশকির সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঘরোয়া উপায়ের সাহায্য নিয়ে থাকেন। এ সমস্যা দূর করতে ঘরোয়া যে প্রাকৃতিক উপাদানটি বেশি কাজে লাগে তা হলো নিম পাতা। এ উপাদানটি খুশকি নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

 

নিম পাতার ব্যবহার বিধি, জেনে নিন-


শীতে খুশকির সমস্যা একটু বেশিই ভোগায় সবাইকে। এই সময়ে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে স্ক্যাল্প হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। এইজন্য এই সময়ে স্ক্যাল্পে অতিরিক্ত সেবাম উৎপন্ন হয়। আর এর থেকেই খুশকির সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। এই সমস্যা কমানোর জন্যে কম বেশি প্রত্যেকেই ঘরোয়া বিভিন্ন উপায়ে চেষ্টা করেন। নিম পাতার মতো একটি প্রাকৃতিক উপাদানও যে খুশকি নিয়ন্ত্রণ করতে বেশ সহায়ক, সেটা জানেন কি? নিম পাতা ব্যবহারে খুশকির সমস্যা নিয়ন্ত্রণে  আসতে খুব একটা সময় লাগে না। নানাবিধ উপায়ে এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করতে পারেন আপনি নিজেও। এতেই উপকার মিলবে ষোলো-আনা। নিম পাতায় বিদ্যমান অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকির নানা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখে। এর অ্য়ান্টি-মাইক্রোবিয়াল গুণ স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে বেশ কার্যকরী। স্ক্যাল্প পরিষ্কার করে আপনি নিম পাতার এই হেয়ার রিনস ব্যবহার করতে পারেন খুব সহজেই। শ্যাম্পু করার পরে এই নিম পাতার পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করেই দেখুন। আশা করি উপকার মিলবে। নিমের এই হেয়ার রিনস ব্যবহারের পাশাপাশি আপনি হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। তাতেও সমান উপকারই মিলবে।  নিম পাতা বাটা,গোলাপজল ও অ্যালোভেরা মিশিয়ে হেয়ার প্যাকটি তৈরি করে নিন। এরপর এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই খুশকি হতে উপকার পাবেন আপনি।


এমএল/