দুর্যোগ প্রতিমন্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কাঠা জমি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩


দুর্যোগ প্রতিমন্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কাঠা জমি
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় প্রতীয়মান হয় যে, ডা. মোহাম্মদ এনামুর রহমানের নিজের ও তার স্ত্রীর কোনো কৃষি জমি নেই। তবে রাজধানীর পূর্বাচলে জমি আছে মাত্র তিন কাঠা , যার বাজার দাম দেখানো হয়েছে ৬ লাখ টাকা। পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কোম্পানি ও প্রতিষ্ঠানে তার দায় উল্লেখ করা হয়েছে ৮৭ কোটি ৭২ লাখ ৪৫ হাজার টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে রয়েছে তার এই ঋণ।


নির্বাচনের হলফনামায় ঢাকা-১৯ আসনে টানা দ্বিতীয়বারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর বিভিন্ন খাত থেকে আয়-ব্যয় উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায় গত এক বছরে তার নগদ টাকার পরিমাণ কমে গেছে, কিন্তু বেড়ে গেছে প্রাতিষ্ঠানিক ঋণ। অন্যান্য খাতে তার আয় বেড়েছে। জমা দেওয়া মনোনয়নপত্রের সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা তার হলফনামা থেকে এসব তথ্য জানা যায়।


হলফনামার তথ্য অনুযায়ী আরো জানা যায় য়ে, তার নামে কোনো ফৌজদারি মামলা নেই, আগেও কখনো ছিল না। পেশায় তিনি একজন চিকিৎসক। এ ছাড়াও এনাম মেডিকেল কলেজ এবং এনাম নার্সিং হোমের চেয়ারম্যান হিসেবে আছেন এই প্রতিমন্ত্রী। এনামুর রহমানের শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে এমবিবিএস পাস। এ হলফনামায় তার নিজের ও নির্ভরশীলদের আয়ের উৎস দেখানো হয়েছে। বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া বাবদ নির্ভরশীলদের কোনো প্রকার আয় নেই। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ও এফডিআর থেকে তিনি এখনও বছরে আয় করেন ৭ লাখ ৫৩ হাজার ৫৭৩ টাকা। তার পেশা (চিকিৎসা ইত্যাদি) থেকে আয়ের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’। সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সম্মানী ভাতা থেকে তিনার আয় হয়েছে ১৯ লাখ ৩১ হাজার টাকা (করমুক্তসহ) এবং ১১ লাখ ৪ হাজার টাকা (করযোগ্য)।


দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ রয়েছে যে, মনোনয়নপত্র দাখিলের তারিখ পর্যন্ত তার নগদ অর্থ রয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৮৫৭ টাকা। তিনার স্ত্রীর নামে কোনো নগদ টাকা নেই।  এছাড়াও বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে তার জমা দেখানো আছে ১ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ১১৮ টাকা। 


অন্যদিকে বিভিন্ন বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানিতে এনামুর রহমানের শেয়ার রয়েছে ৩ কোটি সাড়ে ৭৯ লাখ ৫০ হাজার টাকার। এছাড়াও পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৩৭২ টাকা। পরিবহন খাতে দেখানো হয়েছে বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল রয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকার। এবং গহনা রয়েছে ৪০ ভরি। সর্বশেষ ইলেকট্রনিকস সামগ্রীর দাম ৪০ হাজার টাকা দেখানো হয়েছে।


এমএল/