ইতালিতে হাসপাতালে আগুনে প্রাণ গেল ৪ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩


ইতালিতে হাসপাতালে আগুনে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের গেছেন।


শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় রোমের নিকটবর্তী তিভোলি শহরের সান জিওভান্নি ইভাঞ্জেলিস্টা হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন প্রবীণ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।


আরও পড়ুন: ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র


ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, গর্ভবতী এক নারী ও কয়েকজন শিশুকে টার্নটেবল মই ব্যবহার করে উদ্ধার করে ফায়ার বিগ্রেড। হাসপাতালটি থেকে প্রায় ২০০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার বিগ্রেড। তাদেরকে রোমের অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে ৭৬ থেকে ৮৬ বছর বয়সী দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।


আরও পড়ুন: আল-আকসায় জুমার নামাজ আদায়ে মুসল্লিদের বাধা


ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।


জেবি/এসবি