আল-আকসায় জুমার নামাজ আদায়ে মুসল্লিদের বাধা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩


আল-আকসায় জুমার নামাজ আদায়ে মুসল্লিদের বাধা
আল আকসা মসজিদ। ছবি: সংগৃহীত

গাজায় এখনোও পর্যন্ত অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েলের সেনারা। এ হামলা থেকে বাদ পড়ছে না মসজিদ, হাসপাতাল, স্কুল। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে নামাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। 


শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি সপ্তাহেই ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে যুবকদের প্রবেশে বাধা দিয়ে আসছে। এমনকি তাদের মসজিদের কাছেও যেতে দেওয়া হচ্ছে না।


আল আকসা মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজে ৬০-৭০ হাজার মুসলিম অংশ নিতেন। এ মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত। সর্বশেষ জুমায় ৫ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।


শুক্রবার এ পবিত্র জায়গাটিতে জুমার নামাজে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয় কিন্তু ইসরায়েলি সেনারা তাদের ওপর টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে।


ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এই পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। নামাজের জন্য আসা বেশিরভাগ মুসল্লিকে মসজিদে প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে তারা।


আরএক্স/