Logo

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৮
82Shares
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ মানববন্ধন শুরু করেছে বিএনপি

বিজ্ঞাপন

জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ মানববন্ধন শুরু করেছে বিএনপি। এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কমসূচি শুরু করেন বিএনপি, সমমনা ও জোট গুলোর নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নিয়ে বলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

রবিবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

বিজ্ঞাপন

দলীয় প্রধান খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে দলটি। কিন্তু সংঘর্ষের কারণে সেই মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ২৯ অক্টোবর দলটি হরতাল ডাকে। এরপর দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিতে থাকে দলটি। এভাবে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

বিজ্ঞাপন

সবশেষ ১০ম দফায় গত বৃহস্পতিবার হরতাল শেষ হলে রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।  

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD