বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫২ পিএম, ১০ই ডিসেম্বর ২০২৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে গাড়িতে আগুন ধরে যায়। বন্ধ গাড়িতে ঝলসে মৃত্যু হয়েছে ৮ যাত্রীর। মৃতদের মধ্যে এক শিশু ও রয়েছে।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
পুলিশ জানায়, শনিবার (৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরেলি- নৈনিতাল হাইওয়েতে। যাত্রীরা উত্তরাখন্ডের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। হাইওয়েতে আচমকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। এরপর খানিক দূর পর্যন্ত গাড়িটি এগিয়ে গিয়ে ডাম্পারে ধাক্কা দেয়। তারপরেই একটি টায়ার ফেটে যায়। গাড়িতে ও আগুন জ্বলে যায়।
পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি বন্ধ থাকায়, সেই অবস্থায় কেউই বেরোতে পারেননি। গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৮ যাত্রী। ইতিমধ্যেই মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
আরএক্স/