Logo

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ গেল ৬ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২
37Shares
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ গেল ৬ জনের
ছবি: সংগৃহীত

ফুটেজে টর্নেডোর ফানেল আকৃতির মেঘকে মাটি স্পর্শ করতে এবং আকাশজুড়ে বিদ্যুতের উজ্জ্বল ঝলক দেখা গেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কিছু অংশে টর্নেডো এবং প্রচণ্ড ঝড়ের আঘাতে ৬ জনের প্রাণহানি হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) এই টর্নেডো এবং প্রচণ্ড ঝড়ে আঘাত হানে। 

বিজ্ঞাপন

জানা যায়, টেনেসির রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজন, ক্লার্কসভিলে শহরে শিশুসহ মোট তিনজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটিতে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় সারিবদ্ধ ধ্বংসপ্রাপ্ত ভবনও দেখা গেছে। ফুটেজে টর্নেডোর ফানেল আকৃতির মেঘকে মাটি স্পর্শ করতে এবং আকাশজুড়ে বিদ্যুতের উজ্জ্বল ঝলক দেখা গেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস শনিবার টেনেসিতে একাধিক টর্নেডো সতর্কতা জারি করে। ক্লার্কসভিলে শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা ঘোষণা করে একে কারফিউয়ের অন্তর্ভুক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটি ধ্বংসাত্মক সংবাদ। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের পরিবারের জন্য আমি শোকাহত। গোটা শহর দুঃখের সময়ে তাদের সাহায্য করতে প্রস্তুত।” অপরদিকে, মন্টগোমারি কাউন্টি সরকার জানায়, আশপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD